ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের সাহাপুর এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (২৬) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ পৌর শহরের পশ্চিম সাহাপুর নাওধাড়া মসজিদ সংলগ্ন ঢাকা-শেরপুর মহাসড়কের পাশে পরে থাকা অবস্থায় অজ্ঞাত ঐ যুবকের মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
ফুলপুর থানার উপ-পরিদর্শক (এস আই) সাইদুল হক জানান, নিহত যুবকের পরনে লুঙ্গি ছিল। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা কেউ মৃতদেহ সনাক্ত করতে পারেনি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার