বগুড়ার ধুনট উপজেলায় বাঙালী নদীর পানিতে ডুবে আল আমিন (৭) নামের শিশু নিখোঁজ হয়েছে। ডুবুরি দল আজ সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছে। এর আগে মঙ্গলবার দুপুর ১২ টায় নিমগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ আল আমিন কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর কোদলাপাড়ার আব্দুল আলিমের ছেলে।
নিখোঁজ আল আমিনের নানা চঞ্চল প্রামানিক জানান, মায়ের সাথে আল আমিন ফরিদপুর গ্রামে নানা বাড়ীতে বেড়াতে এসেছে। মঙ্গলবার দুপুরে বাঙালী নদীর তীরে খেলা করছিল। এসময় অসাবধানতবসত সে নদীর পানিতে পরে যায়। তারপর থেকে আল আমিনকে খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ আল আমিন বাবা মায়ের সঙ্গে ঢাকার মিরপুর এলাকায় থাকে। সে মিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বাবা ওই এলাকায় ব্যবসা করেন। ঈদের ছুটিতে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের বাড়ীতে আসে। সেখান থেকে নানা বাড়ী মায়ের সঙ্গে নানা বাড়ি বেরাতে যায় সে।
এদিকে নদীর পানিতে নিখোঁজ হওয়ার পর থেকে স্থানীয় লোকজন আল আমিনকে উদ্ধারের চেষ্টা করছেন। খবর পেয়ে রাজশাহী থেকে আগত দমকল বাহিনীর ডুবুরি দল আজ সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু আল আমিনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার