কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫শ' পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে।
কক্সবাজার মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, মঙ্গলবার বিকালে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনস্থ টেকনাফ সার্কেলের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ নতুন পল্লান পাড়া মোঃ হারুনের মালিকানাধীন ভাড়া বাসায় অভিযান চালিয়ে এক নারীকে ৫শ'পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
আটককৃত নারী হচ্ছেন, সাবরাং ইউপিস্থ শাহপরীরদ্বীপ ডেইল পাড়ার জালাল আহমদ এর স্ত্রী রেহেনা বেগম (৪০)। এ সময় নতুন পল্লান পাড়ার ইমাম শরীফের ছেলে হারুন (৩৫)কে পলাতক আসামি করা হয়।
আটককৃত নারী রেহেনা বেগম কে জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
এই ঘটনায় টেকনাফ সার্কেল উপ পরিদর্শক মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে আটক নারী রেহেনা বেগম ও হারুন কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান