কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স অনুমানিক ৩২ থেকে ৩৫ বছর হতে পারে।
মঙ্গলবার দিবাগত রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উত্তরপাড়া সংলগ্ন নাফ নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দীপংকর কর্মকার ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বিজিবির সহায়তায় মৃতদেহটি উদ্ধার করেন। স্থানীয়রা তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি।
আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে এটি বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান