নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করে বাল্য বিয়ে দেওয়ার দায়ে কনের বাবাসহ তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার তমালতলা কাজিরচক মালঞ্চি গ্রামে এই বাল্য বিয়ের ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানুর আদালত এই সাজা দিয়েছেন। দন্ডপ্রাপ্তরা হলেন, বাবা মাসুদ রানা (৩৭) ও চাচা উজ্জল হোসেন (২৮) এবং বাড়ির মালিক শামীম রেজা (২৭)।
বাগাতিপাড়া উপজেলা অফিস সূত্রে জানা যায়, উপজেলার তমালতলা কাজিরচক মালঞ্চি গ্রামের মাসুদ রানার নাবালক মেয়ে ও তমালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মাসুদা খাতুনের (১৪) বিয়ে ঠিক করা হয় দয়ারামপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের হায়দার আলীর ছেলে হযরত আলীর সাথে। সোমবার এ বিয়ের দিন ধার্য্য ছিল। বাল্য বিয়ের খবর পেয়ে ওই দিন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু গ্রাম পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন। সে সময় কনের বাবা বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন।
কিন্তু প্রশাসনের ওই নির্দেশকে উপেক্ষা করে কনের চাচা উজ্জল হোসেন একই দিন সন্ধ্যায় পার্শ্ববর্তী যোগীপাড়া গ্রামে তমেজ উদ্দীন শেখের ছেলে শামীম রেজার বাড়িতে নিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। পর দিন মঙ্গলবার এ খবর জানতে পেরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কনের বাবা মাসুদ রানা, চাচা উজ্জল হোসেন কে ১৫ দিন করে এবং বাড়ির মালিক শামীম রেজাকে (২৭) সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার