দিনাজপুরের হিলিতে গোপন বৈঠক করার সময় ৫ জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরের দিকে হাকিমপুরের পালশা পাঠান পাড়া গ্রাম এলাকায় তাদের আটক করা হয়।
এরা হলেন, হাকিমপুর থানার কাদিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আলহাজ্ব আব্দুল মান্নান (৬৫), সৈয়দ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), ধাওয়া গ্রামের মোকাব্বর আলীর ছেলে নুরন্নবী (২৮), পালশা পাঠানপাড়া গ্রামের মনতাজ আলী ছেলে ইউসুফ আলী (৪৫) ও ইছাহাক আলী (৪০)।
হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার ভোরে হাকিমপুরের পালশা পাঠান পাড়া গ্রামে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। তারা জামায়াতের সক্রিয় কর্মী। এদের মধ্যে একজন বিএনপির কর্মী রয়েছে। আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ আগষ্ট ২০১৮/হিমেল