মুন্সীগঞ্জে জেলা সদরের চুরাইন আনোয়ারুল উলম রহমানিয়া মাদ্রাসার শিক্ষক ক্বারী মো. আওলাদ হোসেনকে (৫৫) তার চাচতো ভাই তাইজেল শেখ (৪৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আওলাদ হোসেন আজিমপুরা এলাকার মৃত আব্দুর গফুর শেখের ছেলে। সে চুরাইন আনোয়ারুল উলম রহমানিয়া মাদ্রাসার ক্বেরাত বিভাগের শিক্ষক এবং ঔষধের দোকানের ব্যবসায়ী ছিলেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে আজিমপুরা এলাকায় এই ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরের দিকে অভিযুক্ত তাইজেলকে আটক করেছে সদর থানার হাতিমারা ফাড়ির পুলিশ।
নিহতের স্ত্রী সাহিদা বেগম জানান, মঙ্গলবার রাতের খাওয়া শেষ করে ব্যবসার হিসাব নিকাশ নিয়ে কাজ করছিল। এমন সময় রাত ৯টার দিকে তার চাচাতো ভাই তাইজুল মোবাইল করে তাকে বাসা থেকে বের হওয়ার কথা বলে। এরপর সে বাসা থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় এবং মোবাইলফোন বন্ধ পাওয়ায় বাসা থেকে বের হয়ে খোঁজাখুঁজি করতে তাইজুলের বাসায় গেলে দেখা যায় তাইজুল বাড়ির পাশের পুকুরের ঘাটলায় উলঙ্গ অবস্থায় রক্ত পরিষ্কার করছে।
তিনি আরোও জানান, তাইজুল তার ভাইয়ের ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং চারদিকে সুনামের বিষয়টি মেনে নিতে পারেনি। তাই বাড়িতে ডেকে এনে ঘুমের ঔষধ খাওয়ানোর পর মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। পুলিশ তাকে ভোরের দিকে আটক করে নিয়ে গেছে বলেও জানান তিনি।
হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জিল্লুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তাইজেলকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার