কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ১কোটি ৮০ লাখ টাকার মূল্যমানের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুদ জামান চৌধুরী এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল হ্নীলা বিওপি দায়িত্ব পূর্ণ এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে টহলে গমন করে।পরে চারজন লোককে ১টি বস্তাসহ জালিয়া পাড়া স্লুইচ গেইট বরাবর নাফনদী পার হয়ে বাংলাদেশে আসতে দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে চ্যালেঞ্জ করে। আকস্মিক বিজিবি টহলদলের উপস্থিতি টের পাওয়া মাত্রই ইয়াবা পাচারকারীরা তাদের সাথে থাকা বস্তাটি ফেলে নদীতে লাফ দিয়ে সাতঁরিয়ে মায়ানমারের অভ্যন্তরে চলে যায়।
পরে টহলদল ইয়াবা পাচারকারী ফেলে যাওয়া বস্তাটি খুলে গণনা করে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যমানের ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর