দিনাজপুর-রংপুর মহাসড়কের রংপুরগামী গেটলক যাত্রীবাহি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে চিরিরবন্দরে খাদে পড়ে উল্টে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় গুরুত্বর আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দশমাইল হাইওয়ে থানার ওসি আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার