ব্রিটিশ মন্ত্রী আলিষ্টার বার্ড বুধবার সকাল সাড়ে ৯ টায় কক্সবাজারের উখিয়ার কুতুপালং মধুরছড়া এলাকায় রোহিঙ্গাদের জন্য সদ্য নির্মিত ক্যাম্প ৪ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন। এবং ক্যাম্পে আশ্রিত বেশ কয়েকজন রোহিঙ্গা নর-নারীর সাথে কথা বলেন।
ক্যাম্পের চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, ব্রিটিশ মন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ের জন্য ক্যাম্পের আরও সম্প্রসারনের কথা বলেছেন। এবং রোহিঙ্গাদের সুখ দুঃখের কথা শুনে তিনি জানিয়েছেন এখানে আশ্রীত রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য এনজিও সংস্থা গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
সেখানে ব্রিটিশ মন্ত্রী ক্যাম্পে কর্মরত এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এবং পৃথক ভাবে নির্যাতিত রোহিঙ্গা নারী ও পুরুষদের সাথে কথা বলে রাখাইনের বর্বরতার বিবরন জানতে চান। ব্রিটিশ মন্ত্রী সেখানে প্রায় ৩ ঘন্টা অবস্থানের পর কক্সবাজারের উদ্দেশ্য রওনা হন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর