সিলেটের বিশ্বনাথে পিতার আঘাতে রেদওয়ান আহমদ আফজল (১৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজী গ্রামে ঘটনাটি ঘটে। আফজল গ্রামের জবেদুল ইসলামের ছেলে ও স্থানীয় দৌলতপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে তার পিতা জবেদুল ইসলামকে (৫৫) থানায় নিয়ে আসে।
সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে অন্য শিশুদের সাথে ঝগড়ার কারণে ‘শাসন করতে গিয়ে’ আফজলকে মারধোর করেন জবেদুল ইসলাম। এতে সে আহত হলে তাকে প্রথমে সিলেট নর্থইস্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিলেট ওসমানী হাসপাতালে তাকে স্থানান্তর করা হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে সে মারা যায়।
তার বোন লিপি বেগম বলেন, আফজল আগে থেকেই শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিল। ওইদিন অন্য শিশুদের সাথে ঝগড়ার কারণে আব্বা তাকে শাসন করতে গিয়ে বাঁশের একটি ছোট কঞ্চি দিয়ে দু’একটি আঘাত করেন। যেগুলো তেমন গুরুতর নয়।
ঘটনাস্থলে যাওয়া বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বলেন, মাথার বামপাশের আঘাতে কারণে আফজলের মৃত্যু হয়েছে। তবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা পিপিএম মাথার বামপাশের আঘাতটি পুরনো দাবী করে বলেন, ছেলেটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। জিজ্ঞাসাবাদের জন্যে তার পিতাকে থানায় নিয়ে আসা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার