সনাতন ধর্মালম্বীদের পরম ব্রহ্ম ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবকে ঘিরে বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের মধ্যে আমেজ তৈরি হয়েছে। ইতোমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শ্রী শ্রী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী (সনজয়)।
আগামী ০১ সেপ্টেম্বর শনিবার সকাল ৯.৩০ টায় জন্মাষ্টমী উৎসবের শুভ উদ্বোধন করবেন ঋষিধাম, বাঁশখালী ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।
এরপরপরই সকাল ১০.৩০ ঘটিকায় শ্রীমদ্ভগবদগীতা রসতত্ত্ব পরিবেশন, ১২.৩০ ঘটিকায় ভগবান শ্রীকৃষ্ণের রাজভোগ,দুপুর ১টায় আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ, দুপুর ২.০১মিনিটে গীতাপাঠ ও চিত্রাংকণ প্রতিযোগিতা, দুপুর ৩ টায় শ্রীকৃষ্ণ কথামৃত পরিবেশন ও ধর্মসভা। ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় ধর্মসভায় প্রধান ধর্র্মীয় আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। অনুষ্ঠানে ধর্মীয় আলোচক থাকবেন চট্টগ্রাম শংকর মঠ ও মিশনের শ্রীমৎ স্বামী সজলানন্দ গিরি মহারাজ। এসময় বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো:যুবায়ের সালেহীন,এনডিইউ,পিএসসি,পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি নিখিল কান্তি দাশ উপস্থিত থাকার কথা রয়েছে।
আর ধর্মসভায় সভাপতিত্ব করবেন শ্রী শ্রী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ১৮ এর সভাপতি অঞ্জন কান্তি দাশ।
শ্রী শ্রী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ১৮ এর সভাপতি অঞ্জন কান্তি দাশ জানান, প্রতিবারের মত এবারে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা জন্মাষ্টমী উৎসব উদযাপন করবো। বান্দরবান রাজার মাঠে চারদিনব্যাপী নানা আনুষ্টানিকতার মধ্য দিয়ে এই জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হবে এবং এই জন্মাষ্টমী উৎসবকে ঘিরে সনাতনী ধর্মালম্বীর পাশাপাশি সকল সম্প্রদায়ের জনসাধারণ এই উৎসবে অংশ নেবে।
সভাপতি অঞ্জন কান্তি দাশ আরো জানান,০১ সেপ্টেম্বর শনিবার সারাদিন অনুষ্ঠান সম্পন্ন হবার পরে আমরা ০২ সেপ্টেম্বর রবিবার ব্রাহ্ম মুহূর্তে মহানামযজ্ঞের শুভারম্ব হবে। এরপরপরই সকাল ১০ ঘটিকায় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা অনুষ্টিত হবে। দুপুর ১২.৩০ মিনিটে পরমবহ্ম ভগবান শ্রীকৃষ্ণের রাজভোগ। দুপুর ১২.৪৫ মিনিটে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ আর রাত ৯.৪৫ মিনিটি আবার আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ, রাত ১০ ঘটিকায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজা আরম্ভ হবে।
০৩ সেপ্টেম্বর সোমবার ১২.৩০টায় পরমবহ্ম ভগবান শ্রীকৃষ্ণের রাজভোগ,দুপুর ১২.৪৫ মিনিটে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ ও রাত ৯.৪৫ মিনিটে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ।
০৪ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৬টায় মহানমযজ্ঞের পূর্নাহুতী ,নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব ১৮ এর সমাপ্তি ঘটবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান