কিশোরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আটজন আহত হয়েছেন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত বাজারের কাছে সিএনজি অটোরিকশার সাথে টমটমের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিনজন যাত্রী ও চালকসহ চারজন আহত হন।
ভৈরব থেকে অটোরিকসাটি কিশোরগঞ্জের দিকে যাবার পথে চৌদ্দশত বাজারের কাছে একটি টমটমকে অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে।
এদিকে, করিমগঞ্জ উপজেলার আনন্দ বাজারের কাছে সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার তিনজন যাত্রী ও চালকসহ চারজন আহত হন। অটোরিকশাটি গাজীপুরের কাপাসিয়া উপজেলার টুক বাজার থেকে করিমগঞ্জের চামটা ঘাটে যাচ্ছিল বলে জানা গেছে।
আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অটোরিকশার চালক কাউছারকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। তার বাড়ি কাপাসিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা