সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যা ও সারাদেশে সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের ব্যানারে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।
এসময় প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীসহ সাংবাদিক নেতারা বলেন, সুবর্ণা নদীর হত্যাকারীসহ সারাদেশের সকল সাংবাদিকদের হত্যাকারীদের অবিলম্বে বিচার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের যুক্ত হবে সাংবাদিকরা। তাই দ্রুত দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার সরকারের প্রতি অনুরোধ জানান।
এদিকে, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে গুমের শিকার ব্যক্তিদের স্বরণে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও স্মরণ সভা পালন করেছে অধিকার নামে একটি সংগঠন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাব হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিক শাহিন ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নুর আফতাব রুপম, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, কামরুল হাসানসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, গুম হওয়া প্রতিটি পরিবার আজ নিঃস্ব। আমরা আশা করবো প্রশাসন এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পুনরায় এ ধরনের ঘটনা যেন না ঘটে। বক্তারা গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে সরকারের প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা