মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সের প্রধান ফটক নির্ভীক এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা পুলিশ আয়োজিত পুলিশ লাইন্সে প্রধান গেটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্ভীক নামের এই প্রধান ফটকের শুভ উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মো: মুস্তাফিজুর রহমান, আতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাক-উজ জামান,সহকারী পুলিশ সুপার মো: রাজিবুল হাসান, ডিআই-১ মোহাম্মদ নজরুল ইসলাম,সদর থানা ওসি মো. আলমগীর হোসাইন, জেলা পুলিশিং কমিটির নির্বাহী সদস্য এড. লাবলু মোল্লাসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান