পাবনায় সন্ত্রাসীদের হামলায় নিহত আনন্দ টিভির প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন জামালপুরের সাংবাদিকরা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের বকুলতলা মোড়ে জামালপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া সাগর-রুনী হত্যাকারীদের গ্রেফতার এবং দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানান বক্তারা।
কামাল হোসেনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিক জামান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী, জেলা জাসদ সভাপতি আমির উদ্দিন, প্রভাষক তারিকুল ফেরদৌস, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুকুল রানা, সুলতান আলম, ফজলে এলাহী মাকাম, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, জহুরুল ইসলাম ঠাণ্ডু, শাহজামাল, লিয়াকত হোসেন লায়ন, ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি নূরে আলম সুজন, আনন্দ টিভি প্রতিনিধি রোকনুজ্জামান রুকনসহ সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম