পাবনায় সাংবাদিক সুবর্ণা নদীর হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি তৌহিদ হোসেন, একাত্তর টিভি প্রতিনিধি এমএ মামুন, এটিএন বাংলা প্রতিনিধি রফিক রহমান, এসএ টিভি প্রতিনিধি বিপুল আশরাফ, নিউজ টয়েন্টিফোর প্রতিনিধি জামান আখতার, আনন্দ টিভি প্রতিনিধি সোহেল সজীব প্রমুখ। বক্তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ই-জাহান