নির্মল বাংলাদেশ চাই, মাদক মুক্ত সমাজ চাই। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে রাস্তায় নেমেছেন একদল ছাত্র-শিক্ষক। সরকারের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধিতে পথে পথে ঘুরে মাদকের কুফল সর্ম্পকে জানাচ্ছেন সাধারণ মানুষকে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সড়ক মহাসড়কে মানুষের কাছে যাচ্ছেন তারা। চলমান মাদক বিরোধী অভিযানের সঙ্গে একাত্তত্মতা প্রকাশ করে গণসচেতনা সৃষ্টির লক্ষে ২৭৫ কিলোমিটার পথে ব্যতিক্রমী পদযাত্রা করেছেন এই ছাত্র-শিক্ষকরা। ‘মাদক মুক্ত বাংলাদেশ চাই’ ¯স্লোগানে পদযাত্রায় রূপগঞ্জের পূবেরগাঁও পলিটেকনিক এন্ড মেডিক্যাল ইন্সটিটিউটের ৮ শিক্ষার্থী ও এক শিক্ষক অংশগ্রহণ করেন।
গত ২৪ আগস্ট সিলেটের জাফলং গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হওয়া পদযাত্রা বৃহস্পতিবার সকালে নরসিংদী অতিক্রম করে। বেলা সাড়ে ১১টায় রূপগঞ্জের পূবেরগাঁও পলিটেকনিক এন্ড মেডিক্যাল ইন্সটিটিউটে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
পদযাত্রায় অংশ নিয়েছেন পূর্বেরগাঁও পলিটেকনিক এন্ড মেডিক্যাল ইন্সটিটিউটের শিক্ষক জাকির হোসেন, শিক্ষার্থী আকরাম হোসেন, আশিকুজ্জামান জয়, রাকিব মিয়া, রাজন মিয়া, ফয়সাল মিয়া, আশিকুর রহমান, জীবন মিয়া, সাইদুর রহমান।
পদযাত্রায় অংশগ্রহণ নেয়া শিক্ষার্থী সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে মাদকের কুফল তুলে ধরে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে কাজ করেছেন।
পদযাত্রায় অংশগ্রহণকারীরা জানায়, শিক্ষক জাকির হোসেন এর আগে জলবায়ু পরিবর্তন প্রতিরোধ বিষয়ক স্লোগান নিয়ে বাইসাইকেলে পুরো বাংলাদেশ এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে নরসিংদী থেকে সিলেট পর্যন্ত বিজয়ের দৌঁড়ে অংশগ্রহণ করেছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার সরকারের চলমান মাদক বিরোধী অভিযানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গণসচেতনা সৃষ্টির লক্ষে ২৭৫ কিলোমিটার পথ ব্যতিক্রমী পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছে। আর তাঁর এই পদযাত্রায় ইন্সটিটিউটের ৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পদযাত্রার দলনেতা পূর্বেরগাঁও পলিটেকনিক এন্ড মেডিক্যাল ইন্সটিটিউটের শিক্ষক জাকির হোসেন বলেন, আমরা ২৮০ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব ও নরসিংদী অতিক্রম করেছি। আমরা প্রতি ৩ কিলোমিটার পর পর সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষকে মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে কাজ করেছি। আমাদের বিশ্বাস আইন প্রয়োগের পাশাপাশি শুধুমাত্র সচেতনা সৃষ্টির মাধ্যমেই দেশ থেকে মাদক নিমূল করা সম্ভব।
পূর্বেরগাঁও পলিটেকনিক এন্ড মেডিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ আতিকুল্লাহ লাচ্চু বলেন, সরকার মাদক মুক্ত বাংলাদেশ গড়তে অক্লান্ত চেষ্টা করছে, তার ধারাবাহিকতায় আমরা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষক-শিক্ষার্থীদের পদযাত্রার অনুমোদন ও সহযোগিতা করেছি। আশা করি এই পদযাত্রা মাদক বিরোধী আন্দোলনে সহায়ক ভূমিকা পালন করবে।
বিডি-প্রতিদিন/৩০ আগস্ট, ২০১৮/মাহবুব