পাবনায় সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে। আজ বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে। এতে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে জেলা বিএমএসএফর ঝালকাঠি জেলার সাবেক সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। প্রধানবক্তা ছিলেন প্রবীণ সাংবাদিক জাসদের কোন্দ্রীয় কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দুলাল সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিম ও মাইনুল হাসান মৃধা। বক্তব্য দেন বিএমএসএফ’র জেলা সহ-সভাপতি শফিউল আজম টুটুল, কেষাধ্যক্ষ এইচ এম গিয়াস উদ্দীন, প্রচার সম্পাদক রুহুল আমিন রুবেল, আওয়ামী লীগ নেতা আজাদ রহমান, রাজাপুর বিএমএমএসর সভাপতি আহসান হাবীব সোহাগ, সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ প্রমুখ।
বক্তারা দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জেলা মফস্বল সাংবাদিক ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে আগামী ২ সেপ্টেম্বর সারাদেশে ১১টা থেকে ১২টা পর্যন্ত এ ঘন্টা কর্ম বিরতি পালনের ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহম্মেদ আবু জাফর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু।
বিডি প্রতিদিন/এ মজুমদার