সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কোম্পানীগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি প্রশান্ত সুভাষ চন্দ, আনন্দ টিভি কোম্পানীগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাব সম্পাদক হাসান ইমাম রাসেল, যুগ্ম সম্পাদক গিয়াস রনি, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন নিজাম, সহ সভাপতি আমির হোসেন, ইকবাল হোসেন মজনু, মানবাধিকার বসুরহাট পৌরসভার সেক্রেটারী বেলায়েত হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা সালেকিন রিমন, সাংবাদিক এম রহিম,সাংবাদিক নুরউদ্দিন মুরাদ,সাহাব উদ্দিন সোহাগ, সাংবাদিক সাউফুর রহমান জনি,সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির প্রমুখ।
বক্তারা সুবর্ণা হত্যায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। তাঁরা প্রকৃত জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/৩০ আগস্ট, ২০১৮/মাহবুব