বেসরকারি চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে নৃশংস হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হালুয়াঘাট প্রেস ক্লাব চত্বরে সকল সাংবাদিকদের অংশগ্রহণে এক মানবন্ধন বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
আজ বৃহষ্পতিবার দুপুরে আনন্দ টিভি পরিবারের আয়োজনে মানবন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ সুবর্ণা আক্তার নদী’র হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং অবিলম্বে সারা দেশে সাংবাদিক হত্যা, নির্যাতন, হামলা, হুমকি ও অত্যাচার বন্ধের দাবি জানিয়েছেন হালুয়াঘাটের সাংবাদিক নেতৃবৃন্দ।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. হাতেম আলী, মো. আব্দুর রাজ্জাক,সাইফ জামান, হুমায়ুন কবির মানিক, জোটন চন্দ্র ঘোষ, শুভাশীষ সরকার শুভ, ওমর ফারুক সুমন, আনসারুল হক রাসেল, আব্দুল হক লিটন, সাইদুর রহমান রাজু, মাজাহারুল ইসলাম মিশু, মাওলানা আঃ আউয়াল, মুহাম্মদ মাসুদ রানা, দুলাল রায়, এম.এ মালেক, এম.এ খালেক, সৈয়দ তরিকুলাহ আশরাফী, দেওয়ান নাঈম, উমর ফারুক আকাশ, জুলফিকার আলী জুলমত সহ উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী লুৎফুন্নাহার কবীর প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার