রাঙামাটির ঘাগড়াতে কার্বারী (গ্রাম প্রধান) বাড়িতে ডাকাত অভিযুক্ত দলের সদস্য খুন হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহষ্পতিবার ভোর রাতে কাউখালী উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পোরামন পাড়ার জল কুমার কার্বারী (৬০) বাড়িতে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাউখালী উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পোরামন পাড়ার জল কুমার কার্বারী (৬০) বাড়িতে ডাকাতি উদ্দেশ্যে ৫-৭ জন উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসী হানা দেয়। এসময় বাড়ীতে লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা পয়সা লুট করতে থাকে। এক পর্যায়ে জল কুমার কার্বারী ডাকাতদের বাধা দিলে তারা তাকে কুপিয়ে জখম করে। এসময় কার্বারীর বাড়ির সদস্যরা ডাকাতদের ওপর উল্টা আক্রমণ করে। এসময় কার্বারীর বাড়ির লোকজনের হাতে এক ডাকাত ঘটনাস্থলে নিহত। পরে বাকি ডাকাতরা নগদ ১,৭৫,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে পুলিশ আহত কার্বারী ও নিহত ডাকাত দলের সদস্যাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসে।
রাঙামাটির কাউখালী উপজেলা থানার এসআই রহমান জানান, ডাকাতদের হামলায় আহত জল কুমার কার্বারীর মাথার বাম পাশে ৫টি সেলাই করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন। নিহত ডাকাত দলের সদস্যের লাশ রাঙামাটি সদর হাসপাতাল মর্গে রয়েছে।
এব্যাপারে রাঙামাটি পুলিশ সুপার মো.আলমগীর কবির বলেন, ডাকাত অভিযুক্ত নিহত ব্যক্তির নাম পরিচয় যানা যায়নি। তাই এখনো পর্যন্ত কোন মামলা হয়নি। তাছাড়া নিহত ব্যক্তির কোন স্বজন এখনো পাওয়া যায়নি। যাদের বাড়িতে এঘটনা ঘটেছে তারা এটাকে ডাকাতির চেষ্টা বলেই জানিয়েছে। তবুও বিষয়টির পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার