সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে আজ দুপুরে সদর রোডে চরফ্যাশন প্রেস ক্লাব সাংবাদিকরা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তরা খুনিদের গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে জোড় দাবি জানান।
ওই সময় চরফ্যাশন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনির আহাম্মদ শুভ্র, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এম আবু সিদ্দিক, সহ-সভাপতি ইয়াছিন আরাফাত, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি শহিদুূল ইসলাম দুলাল, যুগান্তর প্রতিনিধি এম আমির হোসেন, কালের কন্ঠ প্রতিনিধি কামরুল সিকদার, নয়াদিগন্ত প্রতিনিধি কামরুজ্জামান, জনকন্ঠ প্রতিনিধি এ আর মামুন, ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন, সমকাল প্রতিনিধি নোমান সিকদার, আমাদের সময় প্রতিনিধি আদিত্য জাহিদ, সাংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, নাজু পন্ডিতসহ স্কুল-কলেজ শিক্ষার্থীরা সাংবাদিকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার