বরিশালে আনিসুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বরিশালের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আজ বৃহস্পতিবার আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দন্ডিত আনিসুর রহমানের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার তমালতলা গ্রামে। মামলার বিচার চলাকালে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে আত্মগোপনে আছেন তিনি।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকা থেকে নগরীল গোয়েন্দা পুলিশ ৩০ বোতল ফেন্সিডিলসহ আনিসুর রহমানকে আটক করে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক মো. আহসান কবির। একই বছরের ২০ অক্টোবর আনিসুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ। পরে আদালতে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক দন্ড ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার