চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামী রনি আলীর (৩৭) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মামলার অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস করা হয়। সাজাপ্রাপ্ত রনি দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের হঠাৎপাড়ার শহর আলীর ছেলে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত রনি আলীকে পুলিশি প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ জানুয়ারি সকালে রনিসহ তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে স্ত্রী মেরিনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় একই বছরের ১৭ ফেব্রুয়ারি নিহত মেরিনার পিতা বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় রনিসহ চারজনের নাম উল্লেখ করা হয়।
একই বছরের ৩১ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার এসআই কবির হোসেন চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। বিজ্ঞ আদালতের বিচারক ১২ জন স্বাক্ষীকে পরীক্ষা করে আসামি রনি আলীর বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় রনির যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর