নেত্রকোনার দুর্গাপুরে রোগী দেখতে এসে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পারিয়াখাল গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো পারিয়াখালী গ্রামের জুয়েলের কন্যা সাওদা (১৮ মাস) ও বুরুঙ্গা গ্রামের শফিরের কন্যা সোহাদা (১৮ মাস) ।
পরিবার ও স্থানীয় জানা যায়, সাওদা ও সোহাদার পরিবারের কাছের আত্মীয় পারিয়াখালী গ্রামের আ: সামেদের স্ত্রী রাবেয়ার হঠাৎ অসুস্থতার খবর শুনে তারা দেখতে আসে। বিকেলে দুই শিশু এক সাথে খেলা করতে করতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
এক সময় দুই শিশুকে পুকুরে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেই দুই শিশুকে মৃত ঘোষনা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর