বরিশালে বাসদের আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর সদর রোডের সিটি কলেজ মিলনায়তনে পুনর্মিলনী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বাসদের আহবায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুম্মনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা গনফোরাম সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, নৌযান শ্রমিক ইউনিয়ন সভাপতি মাস্টার আবুল হাসেম, জেলা গনতান্ত্রিক বাম মোর্চার সদস্য সচিব হারুন-অর রশিদ মাহমুদ, সাধন চক্রবর্তী, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাসদ পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতারা অংশগ্রহন করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর