রাতভর বান্দরবানের লামার গহীন অরণ্যে পাহাড়খেকোদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। বিভিন্ন বিভাগের সহায়তায় এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ-জান্নাত রুমি।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাগলীর ছড়া নামক স্থানে অবৈধভাবে পাহাড় কেটে মাটি সংগ্রহ ও ইটভাটা স্থাপনের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। এসময় মাটি কাটার জন্য ব্যবহৃত বিভিন্ন আকারের স্ক্যাভেটর/বুলডোজার জব্দ করা হয়। জব্দকৃত স্ক্যাভেটর ও বুলডোজারগুলো অকেজো করা হয়েছে। এছাড়া ১০ ড্রাম জ্বালানি তেল আগুন জ্বালিয়ে নষ্ট করা হয়।
অভিযানের নেতৃত্ব দেয়া লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ জান্নাত রুমি বলেন, বান্দরবান জেলা প্রশাসকের নির্দেশে ও সবার সহযোগিতা নিয়ে আমরা পাহাড়খেকোদের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। পরিবেশের ক্ষতিকর যে কোন বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা