কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মৎস্য প্রজেক্টে গরু চরাতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর দাদা মো. ইউসুফ আলী (৭৫) ও নাতনি রোজিনা আক্তারের (১০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে হোয়াইক্যং ঊনছিপ্রাংস্থ নাফ নদীর মোহনা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, আজ শুক্রবার সকাল ৭টার দিকে টেকনাফের হোয়াইক্যং ঊনছিপ্রাংস্থ নাফ নদীর মোহনায় লম্বাবিলের আব্দুল মালেকের মেয়ে রোজিনা আক্তারের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন স্বজনেরা। এরপর সকাল সাড়ে ৮টার দিকে মৃত আব্দুল আজিজের ছেলে মো. ইউসুফ আলীর (৭৫) ভাসমান লাশ ঝিমংখালী সংলগ্ন নাফ নদীতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে হোয়াইক্যং ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক দীপংকর কর্মকার বিশেষ ফোর্স নিয়ে স্থানীয় বিজিবির সহায়তায় লাশটি উদ্ধার করেন।
এর আগে, গত বুধবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে দাদা মোহাম্মদ ইউসুফ আলী ও নাতনি রোজিনা আক্তার একসঙ্গে নাফ নদীর মৎস্য প্রজেক্টে ও প্যারাবনে কয়েকটি গরু চরাতে গিয়ে নিখোঁজ হন। দিন শেষে গরুগুলো বাড়িতে চলে এলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। দুইদিন পর নাফনদীতে ভাসমান তাদের লাশ পাওয়া গেল। আজ জুমার নামাজের পর তাদের স্থানীয় গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, পরিবারের আপত্তি না থাকলে দ্রুত দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম