পাবনার সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ। শুক্রবার সকাল সাড়ে ১১টায় মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনে নেত্রকোনা সাংবাদিক সমাজের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দুপাল, সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী, এম মুখলেছুর রহমান, সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল, আলপনা বেগম, সুজাদুল হাসলাম ফারাস, ভজন দাস, আনিছুর রহমান, পল্লব চক্রবর্তী, সচেতন নাগরিক সমাজের দেব শংকর দেবু প্রমুখ।
বক্তারা অবিলম্বে সুবর্ণা নদীর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থিসহ সকল খুনের বিচারের দাবি জানান। মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম