শরীয়তপুরের নড়িয়ায় আলমগীর হোসেন আলম নামে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সে ওই উপজেলার মানবজমিন পত্রিকার প্রতিনিধি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার কার্যালয়ে হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে এ ঘটনার পর পুনরায় হামলার ভয়ে শুক্রবার সকালে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জরিত থাকার অভিযোগে নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোকলেছ ব্যাপারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ১০ ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছেন সাংবাদিক আলমগীর হোসেন আলম। এ হামলাকারিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এ্যাশোশিয়েশন।
নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি দুলাল ব্যাপারী বলেন, বাদশা শেখ ও মোকলেছ ব্যাপারীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আমরা দু'পক্ষকেই শান্ত থাকতে বলছিলাম। বৃহস্পতিবার রাতে কিছু লোকজন সাংবাদিক আলমগীর হোসেনের উপর হামলা চালায়। এটা অত্যন্ত দু:খ জনক। কিন্তু এ হামলায় মোকলেছ ব্যাপারী জরিত নয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, নড়িয়ার একজন সাংবাদিকের উপর হামলা হয়েছে এমন অভিযোগ পেয়ে স্থানীয় এক আওয়ামী লীগের নেতাকে আটক করা হয়েছে। ওই হামলার ঘটনায় একটি মামলা নথিভূক্ত করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/৩১ আগষ্ট ২০১৮/হিমেল