টাঙ্গাইলের সখীপুরে রড দিয়ে মারামারি করে ইব্রাহিম (১৮) ও আল-আমীন (১৮) নামের দুই কলেজ ছাত্র মাথা ফেটে আহত হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনায় শামীম আল মামুন বাদী হয়ে দশজনের নামে সখীপুর থানায় মামলা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সখীপুর বাজার সংলগ্ন লোকাল বয়েজ নামের এক ক্লাবে এ ঘটনা ঘটেছে।
দুজনেই সখীপুর সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও লোকাল বয়েজ ক্লাবের সদস্য। ইব্রাহিম পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের গোলম মোস্তফার ছেলে এবং আল-আমীন গজারিয়া এলাকার ইব্রাহিমের ছেলে। গুরুতর আহত আল-আমীনকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। এবং ইব্রাহিমকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যেক্ষদর্শী ও পুলিশ জানায়, সখীপুরের লোকাল বয়েজ নামের এক ক্লাবের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্ন ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ক্লাবের কার্যালয়ে সদস্যদের মধ্যে লোহার রড দিয়ে মারামারি হয়। এ সময় ইব্রাহিম ও আল-আমীন নামের দুই কলেজ ছাত্র ও ক্লাবের সদস্য রডের আঘাতে মাথা ফেটে যায়। পরে তাদের সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে পরিবারের লোকজনদের খবর দেয়। এ সংবাদ ছড়িয়ে পরলে অন্যান্য সদস্যরা ক্ষিপ্ত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় করলে সখীপুর বাজারে আতঙ্ক বিরাজ করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনে।
সখীপুর থানা ভার প্রাপ্ত কর্মকর্তা এস.এম তুহিন আলি বলেন, একটি ক্লাবকে কেন্দ্র করে মারামারি হয়েছে। এ ঘটনায় এক পক্ষ দাশ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
বিডি প্রতিদিন/৩১ আগষ্ট ২০১৮/হিমেল