বাগেরহাটের মোরেলগঞ্জে শাহাদত শিকদার (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার বেলা ১০টার দিকে সোলমবাড়িয়া গ্রামের সেরজন আলী শিকদারের ছেলে শাহাদতকে থানা পুলিশ তার বাড়ি থেকে আটক করা হয়।
থানার ওসি কে. এম আজিজুল ইসলাম বলেন, শাহাদত একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাকে ইয়াবা সেবনের আসর থেকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।
এ ছাড়াও শাহাদতের বিরুদ্ধে বাগেরহাট সদর ও মোরেলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে আরো দুটি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর