বগুড়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। ঐক্য পরিষদ বগুড়া জেলা সভাপতি ডা: এনসি বাড়ইয়ের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানাদাশ গুপ্ত ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নিপেন্দ্র নাথ মণ্ডল। এর আগে এক পদযাত্রা বগুড়া শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল তার বক্তব্যে বলেন, ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। যারা ক্ষমতা দেখিয়ে সবকিছু করতে চায় তাদের বুঝাতে হবে আমাদের ঐক্যের মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব। আমাদের বাদ দিয়ে তারা কিছুই করতে পারবে না। তাই নিজেদের জন্য ঐক্যবদ্ধ থাকা জরুরি। ঐক্যবদ্ধ শক্তির মধ্যে দিয়ে সকল অর্জন সম্ভব হয়ে থাকে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন