বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনিসা বেগম (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাথম স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
চোখের সামনে স্ত্রীর মৃত্যু দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন মোটরসাইকেল চালক স্বামী শামীম হোসেন। এ ঘটনায় ট্রাক চালক ইউনুস আলীকে আটক করেছে পুলিশ।
বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিন জানান, নন্দীগ্রাম উপজেলার কাথম ভাঙ্গাচাপড় গ্রামের শামীম হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী আনিসাকে মোটরসাইকেলে নিয়ে নামুইট গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে তারা কাথম-কালীগঞ্জ সড়কের কাথম স্কুল মোড়ে পৌঁছলে ঝাঁকুনীতে পিছন থেকে স্ত্রী আনিসা মোটরসাইকেল থেকে পড়ে যান। এসময় কালীগঞ্জগামী একটি ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১১-৯৭০১) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আনিসা।
স্থানীয়রা ট্রাকসহ চালক ইউনুস আলীকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর