বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ওমান প্রবাসী মো. রুবেলের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর শুক্রবার দুপুরে উপজেলার নলবুনিয়ার চর সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে নৌ থানা পুলিশ।
রুবেল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আবুল কাশেমের ছেলে। তিনি হিজলায় মেমানিয়া ইউনিয়নে এক স্বজনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। গত বুধবার বিকেলে উপজেলার মেমানিয়ার প্রত্যন্ত এলাকা সংলগ্ন মেঘনা নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে রুবেল নিখোঁজ হয়।
স্থানীয়রা জানায়, ইঞ্জিন চালিত নৌকায় মেঘনা পাড়ি দিয়ে পরিবারের আরও কয়েকজন সদস্যের সঙ্গে রুবেল মেমানিয়া থেকে একই উপজেলার মৌলভীরহাট এলাকায় যাচ্ছিলেন। মেঘনায় তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। অন্যরা সাতরে তীরে উঠতে পারলেও রুবেল নিখোঁজ হন।
বরিশাল নৌ পুলিশের পরিদর্শক মো. আবু তাহের জানান, শুক্রবার দুপুরে উপজেলার নলবুনিয়ার চর সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে স্বজনরা ওই মৃতদেহটি নিখোঁজ রুবেলের বলে সনাক্ত করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর