ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার রাতে সদর উপজেলার পুলিয়ামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন খোকন (৪০) ও নাজ মুন্না (৫)। তাদের বাড়ি নেত্রকোণার কেন্দুয়া উপজেলায়। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ময়মনসিংহ সদর উপজেলার পুলিয়ামারী এলাকায় কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহগামী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুইজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এই ঘটনায় আহত হয় আরও চারজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর/হিমেল