পাবনার চলনবিলে নৌকা ডুবির ঘটনায় চারজন নিখোঁজ হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে সিরাজগঞ্জের তাড়াশ থেকে ফেরার পথে চাটমোহর উপজেলার পাইকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
চাটমোহর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বনপাড়া থেকে ২২ জনের একটি দল নৌকায় করে তারাশসহ চলনবিলের বিভিন্ন স্থানে ঘুরতে যায়। ফেরারপথে পাবনা জেলার চাটমোহর উপজেলার চলনবিলের পাইকপাড়া এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে, এতে ৪ জন নিখোঁজ হয়। খবর পাওয়ার পর পরই আমরা একটি নৌকা নিয়ে ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছি। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও এলকাবাসীর সহায়তা নিয়ে স্থানীয়ভাবে উদ্ধারের চেষ্টা করা হবে। তবে যারা নিখোঁজ হয়েছেন তাদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
পাবনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সাইফুল ইসলাম নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, রাজশাহী বিভাগে একটি মাত্র ডুবুরী দল হওয়ায় তারা বগুড়া জেলার সারিয়াকান্দিতে উদ্ধারের কাজে গেছেন। সেখান থেকে তারা ফিরলে এখানে উদ্ধার অভিযান চালানো হবে।
বিডি প্রতিদিন/৩১ আগষ্ট ২০১৮/হিমেল