র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্যসহ ১৯ জনকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
আজ বৃহষ্পতিবার দুপুরে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা-মিস্ত্রীপাড়া জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবাসহ সদর উপজেলার ইসলামপুরের (হঠাৎপাড়া) মো. আবুল কালাম আজাদের ছেলে মো. মোবারক আলীকে (২৬) আটক করে। উদ্ধারকৃত ইয়াব’র মূল্য প্রায় ৪৬ হাজার ৫০০ টাকা।
এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গাংগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬৩৫ হেরোইন গ্রামসহ মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর বিশ্বাসপাড়ার মৃত কসিমুদ্দিন বিশ্বাসের ছেলে মো. হাসান আলী (৫৫) ও মৃত আঃ রহমানের ছেলে মোঃ শফিকুল ইসলামকে (৪৫) হাতেনাতে আটক করে। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৬০ লাখ ৩৫ হাজার টাকা। আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। তারা সরাসরি ভারত হতে ভারতীয় ডিলারদের মাধ্যমে বাংলাদেশে হেরোইন নিয়ে এসে দেশের প্রত্যন্ত অঞ্চলে পাচার করে থাকে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক রাজশাহী গোদাগড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামানের সমন্বয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার বিভিন্ন মাদক স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ১৬ মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করে। পরবর্তীতের ১৬ জনকে ১ মাস করে কারাদন্ড ও ১ জনকে ৩ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান।
বিডি প্রতিদিন/এ মজুমদার