টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাফিজা (১৪) নামে এক স্কুলছাত্রী ও ভুঞাপুরে সিএনজির চাকায় পৃষ্ট হয়ে ৩ বছরের আনিসা নামে এক শিশু নিহত হয়েছে। নাফিজা করটিয়ার আবেদা খানম স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ও বাসাইল উপজেলার কাশিল গ্রামের মেহেদী হাসান রানার মেয়ে আর আনিসা ভূঞাপুর উপজেলার পলিশা গ্রামের আমীর আলীর মেয়ে। আজ বৃহস্পতিবার বিকেলে পৃথক পৃথকভাবে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টাঙ্গাইল থেকে ইট ভর্তি একটি ট্রাক (টাঙ্গাইল-ট-০২-০৫৬৮) করটিয়া সিএনজি স্ট্রেশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নাফিজার উপর দিয়ে তুলে দেয়। এতে ঘটনাস্থলেই নাফিজা নিহত হয়। নাফিজা প্রাইভেট পড়া শেষে কোচিং থেকে ফিরছিল।
নাফিজার মৃত্যু সংবাদ ছড়িয়ে পরার সাথে সাথেই তার সহপাঠী ও উত্তেজিত ঘটনার বিচার চেয়ে প্রতিবাদ মিছিল বের করে এবং করটিয়া বাসস্ট্যান্ডে ৬টি অবৈধ স্থাপনা ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপারকে গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অপরদিকে, বৃহস্পতিবার বিকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কের বাহাদিপুর এলাকায় একটি বেপরোয়া সিএনজি ব্যাটারি চালিত ভ্যানকে পিছন থেকে সজোরে ধাক্কা মারলে শিশুটি মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে সিএনজিটি দ্রুতগতিতে শিশুটির উপর দিয়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় শিশুটির মাসহ আরো দুইজন গুরুত্বর আহত হয়।
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর আশরাফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার