সৎ মেয়ে ও নাতির সাথে ঝগড়ার পর তাদের ফাঁসাতে নিজের চার বছর বয়সী শিশু মেয়ে জিপু মনিকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড মা। ওই ঘাতক মাকে ঘটনার পরপরই গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মগকাটা গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত জিপু মনি ওই গ্রামের শের আলীর মেয়ে।
আত্মীয় ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মগকাটা গ্রামের শের আলীর প্রথম স্ত্রী মারা গেলে দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রীর মেয়ে পাখি আক্তার শ্বশুর বাড়ি থেকে সন্তানদের নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পাখির শিশু মেয়ে শিফার সাথে শিশু সৎ খালা জিপুর ঝগড়া হয়। পরে শিশুদের ওই ঝগড়ার জের ধরে পাখি আক্তার ও তার সৎ মা রশিদা বেগম বিবাদে জড়ায়।
ওসি তদন্ত আরো বলেন, ওই বিবাদ ঝগড়ার এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের শিশু কন্যা জিপু মনিকে দা দিয়ে কোপালে জিপু মনি গুরুতর আহত হয়ে মাঠিতে লুটে পড়ে। তাকে আত্মীয়রা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ নিজের মেয়েকে হত্যার অভিযোগে মা রশিদা বেগমকে (২৭) গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত দা’টি উদ্ধার করে। এ ঘটনায় আজ রাত সোয়া ৮টা পর্যন্ত থানায় মামলা হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার