বরিশালে অনুষ্ঠিত ১৫দিনব্যাপী বৃক্ষ মেলায় মোট ৯৩ লাখ টাকার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি হয়েছে। সবচেয়ে বেশী বিক্রি হয়েছে ক্যাকটাস ভ্যালি প্রজাতির গাছ। এ প্রজাতির গাছের চারা বিক্রি হয় ১০ লক্ষাধিক টাকার। বৃক্ষমেলা শেষে এই তথ্য জানিয়েছেন আয়োজকরা।
বনবিভাগ ও বিভাগীয় প্রশাসন গত ১২ সেপ্টেম্বর নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বৃক্ষমেলার আয়োজন করেছিল। মেলায় মোট ৫০ স্টলে গাছের চারা বিক্রি করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালামের সভাপতিত্বে গতকাল বুধবার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল কোস্টাল বন সংরক্ষক গোবিন্দ রায়, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী প্রামানিক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালামসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার