চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে নছিমন (ভটভটি) চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জয়রামপুর কাঠালতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক ফজলুর রহমান দামুড়হুদার হোগলডাঙ্গা গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ফজলুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের নছিমন নিয়ে দর্শনা থেকে দামুড়হুদায় আসছিলো। পথে জয়রামপুর কাঠালতলায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সাথে তার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মারাত্মক আহত হন তিনি।
এলাকাবাসী তাকে উদ্ধার করে দামুড়হুদার চিৎলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর