ধামরাইয়ে বৃহস্পতিবার বিকেলে বজ্রঘাতে গনেশ রাজবংশী নামের এক ব্যক্তি নিহত হয়েছে এবং আহত হয়েছে পাঁচজন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত গনেশ রাজবংশী (২২) উপজেলার রোয়াইল ইউনিয়নের রোয়াইল গ্রামের খোকন রাজবংশীর ছেলে।
এলাকাবাসি ও স্থানীয় প্রতিনিধির কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে একটি বিলে মাছের ছাটা ফেলতে যায় রোয়াইল গ্রামের গণেশ রাজবংশী, বিষ্ণু রাজবংশী, কালা রাজবংশী, হাকিম খান, আবু সেলিম ও চুন্নু মিয়া। এসময় বজ্রপাতে গনেশ রাজবংশী নিহত হয়। বাকী অন্যরা আহত হয়।
স্থানীয় ইউপি সদস্য নেপাল চন্দ্র সাহা গনেশ রাজবংশীর বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর