ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর বাজারে বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে বাজারের বেশ কয়েকটি গোডাউনসহ ২৫টি দোকান পুড়ে গেছে। এতে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১১টার দিকে রতন সাহা ও অপূর্ব সাহার কাঁচামালের আড়ত থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা বাজারের অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে ফরিদপুর ও ভাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিয়ন তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের বড় কয়েকটি চালের গোডাউন, কাপড়ের দোকান, একটি তৈরী পোশাকের কারখানা, ইলেকট্রনিক্স শো রুম, মুদি দোকানসহ ২৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতার কারণে আগুনের হাত থেকে রক্ষা পায় বাজারের আরও শতাধিক দোকান।
ব্যবসায়ীরা জানান, ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকার উপরে। আগুনে দোকানসহ মালামাল পুড়ে যাওয়ায় বেশ কয়েকজন ব্যবসায়ী একেবারেই নিঃস্ব হয়ে পড়েছেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকতা সাইফুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুল লাগার কারণটি তারা অনুসন্ধান করে দেখছেন বলে জানান।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. আসলাম মোল্লা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা