জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে তাঁর জন্মস্থান গোপালগঞ্জে ছিল আনন্দের বন্যা। শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়েছে। শুধু জেলা পর্যায়েই নয়, ইউনিয়নব্যাপীও এদিনটি আনন্দ ও উচ্ছাসের মধ্য দিয়ে পালন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দিনটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম মিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আক্রামুজ্জামান আক্রাম, জেলা যুবলীগের সভাপতি জিএম শাহাবুদ্দিন আযম, ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
জেলার অন্যান্য উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নে আনন্দ-উচ্ছাসের মধ্য দিয়ে অনুরুপ কর্মসূচি পালন করা হয়েছে। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিবস উপলক্ষে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়। এ আনন্দ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৮/হিমেল