পুকুরের পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে দিনাজপুরের খানসামা উপজেলায় মোতাহারা ও শারমিন আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ১১টার দিকে খানসামা উপজেলার ছাতিয়ানগড় গ্রামের ঝাপুপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত শিশু মোতাহারা (৭) খানসামার ছাতিয়ানগড় গ্রামের মোজাম ইসলামের ও শিশু শারমিন আক্তার (৬) একই গ্রামের সাইনুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে বাড়ির বাইরে পুকুরের পাশে খেলা করছিল ওই দুই শিশু। এক সময়ে তাদেরকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরের পানিতে খোঁজ করা হলে সেখান থেকে ২ শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর তাদেরকে খানসামা পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শামসুদ্দাহা মুকুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৮/হিমেল