দিনাজপুরের বিরামপুরে নির্মণাধীন রাস্তার পাশে গাছের সঙ্গে রোলারের ধাক্কায় চালক মো. হুমায়ুন কবির (৩০) নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির জেলার বিরল উপজেলার স্থায়ী বাসিন্দা বলে জানিয়েছেন বিরামপুর উপজেলা সহকারী প্রকৌশলী রমজান আলী।
তিনি সংবাদিকদের জানান, বিরামপুরের কাটলা দক্ষিণ রামচন্দ্রপুর হতে দক্ষিণ দামোদরপুর গ্রাম পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার পিচ ঢালায়ের কাজ চলছিল। রণগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্কুলের ছাত্র ছাত্রীদের সুবিধার্থে রাস্তাটি একটু নিচু করার সময় হঠাৎ রোলারটি দ্রুত বেগে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগলে চালক হুমায়ুন কবির চাপা পড়ে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি (তদন্ত) রইছ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৮/হিমেল