বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে সমুচিত জবাব দেওয়া হবে। যাদের কোন দল, নীতি ও আদর্শ নেই, তারাই ঐক্যের নাম দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়।
শুক্রবার বেলা ১২টায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাসা গ্রুপ কর্তৃক নির্মিত নিরাপদ মা, নিরাপদ শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্র (নিমানিশু) উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে। বিশ্ব নেতৃবৃন্দরা বলেছেন আবার প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, নির্বাচনে আসেন, খেলা হবে মাঠে। খেলার মাঠে ফাউল করলে লাল কার্ড দেখানো হবে। মেসি, নেইমার বিশ্বকাপে গোল মিস করেছে, কিন্তু শেখ হাসিনা নির্বাচনী মাঠে গোল মিস করবেন না।
কক্সবাজার জেলা সির্ভিল সার্জন আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের কাছে মানবতার নেত্রী হিসেবে প্রশংসিত হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এত বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীকে উখিয়া-টেকনাফে আশ্রয় দেওয়ায় এখানকার সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই।
উদ্বোধন শেষে নাসা কর্তৃক নির্মিত হাসপাতাল ঘুরে দেখেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফে সংসদ আব্দুর রহমান বদি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (হাসপাতাল) বাবুল কুমার সাহা প্রমুখ। উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুন সরওয়ার কমল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার এমএ মোহী, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. মোহাম্মদ আবুল হাসেম, চট্টগ্রাম বিভাগের পরিচলক স্বাস্থ্য, ডা. মোহাম্মদ আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমূখ।
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৮/হিমেল