রাষ্ট্রপতির মেঝো ছেলে রাসেল আহমেদ তুহিন বলেছেন, আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে, তা আর কোন সরকারের আমলে হয়নি। মানুষ এখন ঘরে ঘরে বিদ্যুৎ পাচ্ছে, ভাঙা রাস্তা পাকা হয়েছে, বছরের প্রথম দিন শিক্ষার্থীরা বই পাচ্ছে, মানুষ পেট ভরে খেতে পারছে। আমরা নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। ২০৪১ সালে আমরা উন্নত দেশে উন্নীত হবো। তলা বিহীন ঝুড়ি থেকে আমরা এখন একটি মডেল দেশে পরিণত হয়েছি। এ সবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার কল্যাণে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আর আমরা মানুষের মন জয় করেই নৌকার জয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।
তিনি আজ শুক্রবার বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল সমাবেশে এ কথা বলেন। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের লক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, লুৎফুল আরেফিন গোলাপ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, জেলা বিএমএ সভাপতি ডাক্তার মাহবুব ইকবাল, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আ.ন.ম. নৌশাদ খান, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এ.বি.এম. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ, জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালি লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে কিশোরগঞ্জ ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা তরুণ প্রজন্মের নেতা হিসেবে রাসেল আহমেদ তুহিনের সমর্থনে স্লোগান দেন।
সমাবেশের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এবং কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর, হোসেনপুর) আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন